
IPEMIS তথ্য সংশোধন
আসসালামু আলাইকুম,
সকল শিক্ষক মহোদয়ের প্রতি শ্রদ্ধা ও আন্তরিক কৃতজ্ঞতা। সকল শিক্ষক মহোদয় আপনাদের যদি কারো IPEMIS সংক্রান্ত মোবাইল নাম্বার বা মেইল এড্রেস পরিবর্তন সহ যেকোন সমস্যা থাকে সেগুলো দ্রুত সমাধান করে নেয়ার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। এ সংক্রান্ত যে কোন সহযোগিতায় নিজ নিজ উপজেলার IPEMIS রিসোর্সপুল শিক্ষক ও Aupeo ও উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মহাদয়ের সাথে যোগাযোগ করবেন।
বর্তমানে প্রতিটি বিভাগের জন্য আলাদা করে একজন কর্মকর্তা মহোদয় দায়িত্ব আছেন। আগের থেকে এখন দ্রুত সমাধান হচ্ছে।একটা সময়ে মোবাইল নাম্বার কোনভাবেই পরিবর্তন করতে পারবেন না। ফিক্স করে দেওয়া হবে।
নতুন করে যে ফোন নং দিবেন সেই সিম নাম্বারটি অবশ্যই নিজ ভোটার আইডি দিয়ে নিবন্ধনকৃত হতে হবে। যাদেরগুলো নিজ ভোটার আইডি দিয়ে নিবন্ধনকৃত নেই উনারা হয় নিবন্ধন করে নিবেন অথবা নিবন্ধনকৃত দিয়ে মোবাইল নাম্বার পরিবর্তন করে নেওয়ার জন্য বিনীত অনুরোধ করছি।
অর্থাৎ IPEMIS যে ফোন নং থাকবে সেটা হবে অবশ্যই নিজ নামে নিবন্ধনকৃত সিম।মোবাইল নং আইবাস ++ এর সাথে মিল থাকা জরুরী।
ধন্যবাদ ও কৃতজ্ঞতায়
সাইদুর রহমান টুটুল
IPEMIS রিসোর্সপুল
ঝিনাইদহ।
01716874587