প্রাথমিক শিক্ষা পরিবার সারাবাংলা

কমলগঞ্জ হিড বাংলাদেশ

শিক্ষক আর শিক্ষক কর্মকর্তার সমন্বয়ে গঠিত অন্যতম ফেসবুক সংগঠন “প্রাথমিক শিক্ষা পরিবার সারাবাংলা” ভার্চুয়াল থেকে মিটিং থেকে এখন সবাই একসাথে দেখা হওয়ার সিদ্ধান্ত গ্রহণ এবং তার বাস্তবায়ন। সিলেট বিভাগের মৌলবীবাজার জেলার কমলগঞ্জ উপজেলায় সকলে একত্রিত হলেন হিড বাংলাদেশ। একশত শিক্ষক ও অফিসার সমন্বয়ে সকলে উপস্থিত হলেন।  দ্রুত সময় পার হয়ে গেল কিভাবে নিজের অজান্তেই কথা শেষ করতে পারেনি । অনেক কথা বলার ছিলো, ছিলো ভালোবাসার গল্প ছিলো হৃদয়ের মনি কোঠায় জমে থাকা কথা । কখন সময় চলে গেলো রাত পেরিয়ে ভোর হলো টের পায়নি।

4 Comments

  1. সত্যিই সময় কিভাবে পেরিয়ে গেলো বুঝতেই পারলাম না। ভালো করে কথা বলার সুযোগ ই হলো না।

  2. অনেক নতুন মুখের সাথে পরিচিত হতে পেরছি।সবসময় মনে থাকবে।সকলের জন্য শুভকামনা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button