সমুদ্র 

শাহ আলম মিঞা লিটু টাঙ্গাইল

”সমুদ্র”

শাহ আলম মিঞা লিটু  সহকারী শিক্ষক, দক্ষিণ চামুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, কালিহাতি, টাঙ্গাইল।

তোমাকে দেখেছিলাম আমি সমুদ্রের তীরে লাগলো তোমাকে সুন্দর অনেক লোকের ভীড়ে তখন থেকে স্বপ্ন আমার ছোট্ট একটি নীড়ে সেখানে থাকবো তুমি আমি আর সুখ শান্তি ঘিরে নীল আকাশের সীমান্তে এঁকেছি তোমারই ছবি তুমি কী সত্যি যুগান্তরের কবি? সমুদ্র মানেই আমার আকাশ রোদের সাথে নিত্য বসবাস সবুজরাঙা স্বপ্নগুলো ওড়ে বারোমাস তুমি আমার গ্রিন সিটিতে আপন আবাস রঙিন স্বপ্নগুলো ওড়ে আকাশের সীমান্তে নিরালায় থাকবো তুমি আমি জীবন থেকে জীবনান্তে নীলিমা থেকে এনে দিব তোমার চোখে ঐ নীল তুমি আমার মনের মাঝে উড়ন্ত গাংচিল।

One Comment

Leave a Reply

Back to top button