সকল নারীকে শুভেচ্ছা – ওয়াহিদুজ্জামান

সকল নারীকে শুভেচ্ছা
ওয়াহিদুজ্জামান পলাশ
থ-তে;
থামুন!
আপনার পরিচয় দিন।
আমি-?
বলতে পারো আমায়, নাটোরের বনলতা
যদিও নিজোকে বলি আমি-
সার্বজনীন দূর্গামাতা!
গর্ভধারিণী’র গতিময়তা
জয় করেছিি জড়তা; আমি জয়িতা-
স্বয়ং স্বাধীনতা!
কালবেলা’র আমি মাধবীলতা
কালের গর্ভে তোমাদের জন্য রইল আমার-
সংগ্রামী জীবন অভিজ্ঞতা!
নারী জাগরণের হোতা
দূর করেছি অন্ধকারচ্ছন্নতা,
আমি রোকেয়া- যুগ রচয়িতা!
স্বদেশী সূতোয় বোনা স্বকীয়তা
রুদ্ররুপিনী অসমসাহসিকতা,
আমি প্রতিমা-প্রীতিলতা!
শ্রেণিসংগ্রামের কথকতা
করেছি ভূমিকর্ষণে সহযোগিতা,
এই আমি বারবনিতা!
তবুও-নিয়তির কি নির্মম! নিষ্ঠুরতা
পাপে ভরা পৃথিবীর পঙ্কিলতা,
ধর্মের মাঝেই অধর্ম চিরবহতা।
হাজার বছর জ্বলেছে আমার
সহমরনের সে সহচিতা!
মুক্তি দাওনি- হে মানবতা;
সেদিনের সে স্বামী- বিধাতা!
মহারাজ তুমি মহাত্রাতা
অতি মনোহর তোমার সেই মহানুভবতা;
খুঁজে পেয়েছিলে তুমিই একদা
নারী হৃদয়ের বিশালতা,
হিমালয়ের মত অবিচল
অতল অপার শুভ্রতা!
দূর-পরবাসে তাই তোমায় রাখিয়া
কাঁন্দে আজো ভারত-মাতা!
ওয়াহিদ মার্চ /২০১৮

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button