““মোবাইল এপ্স তৈরী““
““মোবাইল এপ্স তৈরী““
জনাব মোহাম্মদ জাকির হোসাইন
ফাউন্ডার এডমিন (বাংলাদেশ অনলাইন প্রাইমারি স্কুল)
সহকারী শিক্ষক, ভাদেড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়,তাড়াইল, কিশোরগঞ্জ। মাস্টার ট্রেইনার টিএমটি ও গণিত অরিম্পিয়ার্ড এবং সেরা কনটেন্ট নির্মার্তা।
বাংলাদেশ অনলাইন প্রাইমারি স্কুল প্রাথমিক শিক্ষায় ‘‘স্মার্ট বাংলাদেশ স্মার্ট শিক্ষক‘‘ প্রতিপাদ্যকে সামনে রেখে আগামী দিনে আরো এগিয়ে যাওয়ার জন্য তৈরী করা হয়েছে bopsapp(এপ্স) যেকোন শিক্ষক এপ্স প্রবেশ করে প্রাথমিক শিক্ষার যেকোন বইয়ের পিডিএফ ফাইল ডাউনলোড করে সংগ্রহ করতে পারবেন। যেকোন টিজি বইয়ের পিডিএফ ফাইল ডাউনলোড করতে পারবেন। আরো নতুন নতুন কিছু সংযোজনের কাজ চলমান এখন থেকে যেকোন বিষযের ডিজিটাল কনটেন্ট ডাউনলোড করে সংগ্রহ করতে পারবেন। শিক্ষা সম্পর্কিত নিউজ দেখতে পাবেন। আরোও থাকছে শিক্ষক বাতায়ন, মুক্তপাঠ ওয়েব সাইড এর লিংক। এই এপ্স দিয়েই আপনি গুরুত্বপূণ ওয়েব সাইডে প্রবেশ করতে পারবেন।
এমন একটি গুরুত্বপূণ এপ্স তৈরী করায় জনাব মোহাম্মদ জাকির হোসাইন স্যারের প্রতি বাংলাদেশ অনলাইন প্রাইমারি স্কুল পরিবারের পক্ষ থেকে অশেষ কৃতজ্ঞতা জানাচ্ছি।
Excellent working. Salute Sir
স্যারের জন্য শুভকামনা।দোয়া ও ভালোবাসা সবসময়।
দারুন কাজ। আমাদের সকলের কাছে আসবে।