অতৃপ্ত হৃদ প্রিয়াংকা দাশ

অতৃপ্ত হৃদ
প্রিয়াংকা দাশ

অযোগ্য আমি একটু
প্রেম খুজি,
এমন হয় দূরত্বটা বেড়েই
যায় বুঝি।
হৃদয়ের এই হাহাকার,
দহনে সব ছারখার।
সুখের স্বপ্নগুলো দুখের
স্রোতে বুঝি যায় ভাসি,
তবুও তো বলতে ইচ্ছে
করে তোমায় আমি
ভালোবাসি ভালোবাসি।
চির অতৃপ্ত আমি ছোটে
যাই বারে বারে
, কতই না ছলনায় ভুলাও
মোরে।
আবারও ভুলাবে মোরে মিথ্যে ভালবাসায়?
চাইনা আমি রইবনা আর এ প্রত্যাশায়।

Leave a Reply

Back to top button